আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার বিধানসভা নির্বাচনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের পরীক্ষা। আগামী ১ মার্চের পরিবর্তে পরীক্ষা শুরু হবে ৪ মার্চ।
আগামী ১ মার্চ রাজ্যে উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আর ২ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল মাধ্যমিক ও মাদ্রাসা মাধ্যমিক।
রাজ্যে ২৮ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে। বেশ কয়েকটি স্কুলে হয় গণনা। তাছাড়া নির্বাচনের কাজে সরকারি স্কুলের শিক্ষকরা ব্যস্ত থাকবেন। ফলে সমস্যা হবে পরীক্ষায়।
এসব কারণে পরীক্ষা তিন দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; এনএস