আগরতলা (ত্রিপুরা): ফের ধর্মের তাস খেললো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এবার এ খেলার স্থান ত্রিপুরা।
বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিতে রাজ্যব্যাপী আন্দোলনের হুমকি দিলেন বিজেপি রাজ্য কমিটির নেতারা।
উল্লেখ্য, ত্রিপুরায় বিধানসভার নির্বাচন ১৪ ফেব্রুয়ারি।
১৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজা। আর সরস্বতী পুজা অনুষ্ঠিত হয় রাজ্যের প্রতিটি স্কুল- কলেজে। আর এ স্কুলগুলোই সাধারণত ভোট গ্রহণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
১৪ ফেব্রুয়ারি নির্বাচন হবার কারণে ১৫ ফেব্রুয়ারি স্কুলগুলোতে পুজা করতে অসুবিধা হবে। যে কারণে ১৪ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের দিন পরিবর্তনের দাবি জানিয়েছে বিজেপি।
এছাড়া ভারতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য চার দিনের সময়সীমাও বেঁধে দিয়েছেন তারা।
বিজেপি’র রাজ্য কমিটির সভাপতি সুধীন্দ্র দাস গুপ্ত এ সময় সীমা বেঁধে দেওয়ার ঘোষণা দেন। তার অভিযোগ, সরস্বতী পুজার আগের দিন রাজ্যে নির্বাচন ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মাবেগের সঙ্গেই ছিনিমিনি খেলেননি, বরং রাজ্যের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরও পুজা থেকে বঞ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৩
তন্ময় চক্রবর্তী/সম্পাদনা: মীর সানজিদা আলম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর