আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার। প্রথম দিনই রাজ্যের বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দিয়েছেন বামফ্রন্ট প্রার্থীরা।
এদিকে বামফ্রন্ট মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করলেও এখন পর্যন্ত কংগ্রেস তাদের প্রার্থী তালিকাই ঠিক করতে পারেনি।
মঙ্গলবার সকাল ১১টায় আগরতলা শহরে তিন বামফ্রন্ট প্রার্থী বিশাল মিছিল নিয়ে বের হন মনোনয়ন জমা দিতে। এদিন শহরে মনোনয়ন জমা দিয়েছেন রাজ্যের বর্তমান উচ্চশিক্ষা মন্ত্রী অনিল সরকার, সিপিএমের প্রার্থী রাজকুমার চৌধুরী এবং আরএসপি প্রার্থী সমর দাস।
উল্লেখ্য, বামফ্রন্টের ৬০ জন প্রার্থীর মধ্যে উচ্চশিক্ষা মন্ত্রী অনিল সরকারই বয়সের দিক থেকে সবচেয়ে প্রবীন এবং ফ্রন্টের মধ্যে সবচেয়ে নতুন হলেন সমর দাস (২৮)।
এদিকে জিরানীয়ায় মনোনয়ন জমা দিয়েছেন সিপিএম প্রার্থী তথা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান পবিত্র কর, এবং সিপিএমের আরেক প্রার্থী মনোরঞ্জন দেববর্মা।
সব জায়গাতেই বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে মানুষের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ফ্ল্যাগ, ফেস্টুন ও ব্যানার নিয়ে শোভাযাত্রা করে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এসেছেন।
এদিকে বামফ্রন্ট মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করলেও এখনও পর্যন্ত কংগ্রেস তাদের প্রার্থী তালিকাই ঠিক করতে পারেনি।
মঙ্গলবার প্রার্থী তালিকা ঠিক করতে ফের দিল্লি ছুটে যান প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায় বর্মণ। তার সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা রতনলাল নাথও।
প্রার্থী পদ ঘোষণার পর থেকেই তীব্র ‘গোষ্ঠী কোন্দল’ শুরু হয়েছে কংগ্রেসে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। এবং ২৯ জানুয়ারি মনোনয়নপত্রগুলো পরীক্ষা করে দেখবে নির্বাচন কমিশন।
রাজ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩১ জানুয়ারি।
১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৩
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর/জেডএম