আগরতলা (ত্রিপুরা): কংগ্রেসকে ঘিরে শেষ পর্যন্ত বৃহত্তর অ-বাম জোট তৈরি হলো ত্রিপুরায়। এ জোট আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বে বামফ্রন্টের বিরুদ্ধে।
আইএনপিটি’র সঙ্গে কংগ্রেসের জোট হয়েছিলো আগেই। বিষয়টি ঘোষণা করেছিলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
এখন রাজ্যের আর একটি উপজাতি দল, ন্যাশনালিস্ট কাউন্সিল অব ত্রিপুরা’র (এনসিটি) সঙ্গে নিবার্চনী আঁতাত করলো কংগ্রেস। এ নতুন জোটের কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায়বর্মণ।
কংগ্রেস এন সি টি’কে দিয়েছে একটি আসন। উপজাতি সংরক্ষিত রামচন্দ্রঘাট কেন্দ্র থেকে লড়বেন এন সি টি প্রার্থী অনিমেষ দেববর্মা।
সুদীপ রায় বর্মণ বলেন, ‘‘ধর্মনিরপেক্ষ বামবিরোধী জোট শক্তিশালী করার উদ্দেশে এন সি টি দল কংগ্রেসের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে। ”
কংগ্রেসের সঙ্গে জোট গড়ার আগেই ১৮টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিলো এন সি টি। সেসব আসনে প্রার্থীদের নাম ইতোমধ্যেই ঘোষণা করেছে এন সি টি। কংগ্রেসের সঙ্গে জোট গড়ার পর সেসব আসন থেকে তারা প্রার্থী প্রত্যাহার করবে বলে জানা গেছে।
এদিকে বাম জোটের ৬০টি আসনের মধ্যে কংগ্রেস লড়ছে ৪৮টি আসনে, ১১টি আসনে আই এন পি টি এবং একটি আসনে লড়ছে এন সি টি।
এদিকে, তৃণমূল কংগ্রেস রাজ্যে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগেই। তারা কংগ্রেস জোটকে সমর্থন করছে।
কংগ্রেস জোটকে সিপিএমের বিক্ষুব্ধ গোষ্ঠী, পিডিএস-ও সমর্থন করছে বলে দাবি করেছেন প্রদেশ নেতৃত্ব।
এদিকে কংগ্রেসের উপজাতি সেলের যে নেতারা দল থেকে বের হয়ে গিয়েছিলেন তারা আবার কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সুদীপ রায় বর্মণ।
সব মিলিয়ে শেষ পর্যন্ত একটি আকার ধারণ করেছে রাজ্যের অ-বাম জোট।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর