ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শেষবেলায় প্রচারে সোনিয়া-মমতা-বুদ্ধদেব

সিনিয়ার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০
শেষবেলায় প্রচারে সোনিয়া-মমতা-বুদ্ধদেব

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ৬ দফা ভোটের প্রথম দফায় উত্তরের ছ’টি জেলার ভোট ঘিরে প্রচারণা একেবারে তুঙ্গে। ভোটের আর মাত্র ২৫ দিন বাকি।

প্রচারের ঝড় তুলতে তাই শেষ বেলায় মাঠে নামছেন বামফ্রন্ট এবং কংগ্রেস-তৃণমূল জোটের হেভিওয়েট নেতারা।

উল্লেখ্য, প্রথম দফায় ভোট হবে উত্তরের জেলা কোচবিহার-জলপাইগুড়ি-দার্জিলিং-উত্তর দিনাজপুর-দক্ষিণ দিনাজপুর ও মালদায়।

জলপাইগুড়ি জেলার সিপিএম নেতা সলিল আচার্য বাংলানিউজকে জানান, ১৩ থেকে ১৫ এপ্রিলের মধ্যে বামফ্রন্টের নেতা-মন্ত্রীরা প্রচারণায় আসছেন। বামফ্রন্ট সভাপতি বিমান বসু, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও আসছেন সর্বভারতীয় নেত্রী বৃন্দা কারাত।

তরাই এর কংগ্রেস নেতা মোহন বসু বাংলানিউজকে জানান, ১৪ এপ্রিল তরাইয়ের চালসায় সভা করবেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। ১৫ এপ্রিল জলপাইগুড়িতে সভা করবেন সভানেত্রী সোনিয়া গান্ধী। ১৬ এপ্রিল আলিপুরদুয়ারে প্রচারণা চালাবেন প্রণব মুখার্জি।

এছাড়া কংগ্রেস প্রচারে আনছে ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুহম্মদ আজাহারউদ্দিন ও বলিউডের চিত্রতারকা সঞ্জয় দত্তের বোন সাংসদ প্রিয়া দত্তকে।

১২ থেকে ১৫ এপ্রিলের মধ্যে তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি প্রচারে আসছেন বলে জানিয়েছেন জলপাইগুড়ির তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।