ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আজমীর শরীফ থেকে ফেরার পথে ট্রেনে বাংলাদেশির মৃত্যু

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুন ৪, ২০১২

কলকাতা: রাজস্থানের পবিত্র আজমীর শরীফ থেকে কলকাতা ফেরার পথে ট্রেনে মৃত্যু ঘটল জোহারা বেগম নামে এক বাংলাদেশি নারীর।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, চট্টাগ্রামের বাসিন্দা জোহারা বেগম ও তার স্বামী শেখ আবদুল, নাতি এবং ২ আত্মীয়কে নিয়ে আজমীর শরীফে গিয়েছিলেন।

ফেরার সময় তারা আজমীর-শিয়ালদহ এক্সপ্রেসের এস-৫ বগিতে ওঠেন। অতিরিক্ত ভীড় ও পানির অভাবে তিনিসহ বেশ কয়েকজন যাত্রী এসময় অসুস্থ হয়ে পড়েন। আগ্রা স্টেশনে চিকিৎসক তাকে দেখে ডায়রিয়া হয়েছে বলে জানান। শনিবার ভোর ৩টা নাগাদ ট্রেনের মধ্যেই মৃত্যু হয় তার।

শিয়ালদহ স্টেশনে তার লাশ মর্গে রাখা হয়। শেখ আবদুল অভিযোগ করেন, ট্রেনে পানি ছিল না। অতিরিক্ত যাত্রী ওঠায় সমস্যা আরো বাড়ে। জয়পুর স্টেশনের আগেই তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। কিন্তু চিকিৎসার ব্যবস্থা করা হয় আগ্রায় গেলে।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে বিষয়টি ভারতীয় রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে সোমবার জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা,  জুন ০৩, ২০১২
আরডি/ সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।