ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দলের কাজ করতে মন্ত্রিসভা থেকে পদত্যাগ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
দলের কাজ করতে মন্ত্রিসভা থেকে পদত্যাগ জয়ন্তী নটরাজন

নয়াদিল্লি: আসন্ন নির্বাচনে দলের হয়ে কাজ করতে কেন্দ্রীয় পরিবেশ ও বন দফতরের প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন জয়ন্তী নটরাজন।

কংগ্রেস সূত্রে খবর- ২০১৪ সালে লোকসভা নির্বাচনে দলের সাংগঠনিক কাজে যোগ দেওয়ার জন্য তিনি শুক্রবার ইস্তফা দিয়েছেন।

নটরাজনের এখন কাজ রাহুল বাহিনীতে যোগ দেওয়া।

দলীয় সূত্রে জানানো হয়েছে, মে মাসের লোকসভা নির্বাচনের কাজের জন্য নটরাজনকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভা ভোটের আগে ইউপিএ ক্যাবিনেটের আরও বেশকিছু মন্ত্রী ইস্তফা দেবেন বলে মনে করা হচ্ছে।

গেল পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের যে হার হয়েছে, তারপর লোকসভা নির্বাচন নিয়ে কোমর বেঁধে নামতে চাইছে কংগ্রেস।

রাজনৈতিক মহলের দাবি নির্দেশটা এসেছে একেবারে ১০ জনপথ থেকে। বিধানসভা ভোটে মাটি হারিয়ে লোকসভা ভোটকে পাখির চোখ করছে কংগ্রেস।

বাংলাদেশ সময়: ১৫২৫ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩,
সম্পাদনা: সুকুমার সরকার আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।