ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজেপির অভিযোগ, আঁতাতে আপ-কংগ্রেস

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
বিজেপির অভিযোগ, আঁতাতে আপ-কংগ্রেস

নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ)-এর সঙ্গে জাতীয় কংগ্রেসের গোপন আঁতাতের অভিযোগ তুলল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বিজেপির দিল্লি সভাপতি বিজয় গোয়েল সরাসরি এই অভিযোগ করেন।



গোয়েল বলেন, দিল্লির মন্ত্রিসভা গঠন নিয়ে দ্বিচারিতা এবং বিভ্রান্তি মূলক কথা বলছে আপ।

তিনি আপ এবং কংগ্রেসকে পরিষ্কার অবস্থান জানানোর দাবি করেন।

তিনি বলেন কংগ্রেসের সঙ্গে গোপন আঁতাতের অন্যতম শর্ত আপ কোন পুরানো ঘটনা নিয়ে প্রশ্ন তুলবে না।

গোয়েল জানান, বিজেপিকে সমর্থন করার জন্য দিল্লিবাসীকে অভিনন্দন জানিয়ে আগামী ২৮ ডিসেম্বর “অভিনন্দন যাত্রা”র আয়োজন করা হয়েছে।

বিজয় গোয়েল জানান, আগামী দিনেও বিজেপি- আপ এবং কংগ্রেসের গোপন আঁতাতের বিষয়টি প্রকাশ্যে আনতে থাকবে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
সম্পাদনা: সুকুমার সরকার আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।