ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলায় স্টল নিচ্ছে উইকিপিডিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
কলকাতা বইমেলায় স্টল নিচ্ছে উইকিপিডিয়া

কলকাতা: কলকাতা বইমেলায় প্রথম বারের মতো স্টল নিচ্ছে ইন্টারনেটভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ তথ্যভাণ্ডার ‘উইকিপিডিয়া’। কোনো বইমেলায়ও এই প্রথম অংশ নিচ্ছে ‘উইকিপিডিয়া’।



উইকিপিডিয়া হলো বিশ্বের বিভিন্ন ভাষার একটি বহুল প্রচলিত ইন্টারনেট এনসাইক্লোপিডিয়া বা জ্ঞানকোষ।

কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড’র সম্পাদক ত্রিদীপ চ্যাটার্জী জানিয়েছেন, কলকাতা বইমেলায় নিজেদের বাংলা ভাষার এনসাইক্লোপিডিয়া ‘বাংলাপিডিয়া’র অংশ নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে উইকিপিডিয়া।

বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মেলার কেন্দ্রস্থলে থাকবে ‘উইকিপিডিয়া’র প্যাভিলিয়ন। সেখানে নানা বিষয়ের ওপর সেমিনারেরও আয়োজন করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ২৯ জানুয়ারি থকে শুরু হতে চলেছে ৩৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।