ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার সঙ্গে পাক হাইকমিশনারের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
মমতার সঙ্গে পাক হাইকমিশনারের বৈঠক

কলকাতা: পাকিস্তানে যাবার আমন্ত্রণ গ্রহণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভারতে নিযুক্ত পাক হাইকমিশনার সালমান বশির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তাকে নওয়াজ শরিফ সরকারের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানান।



সোমবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালমান বশির বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা দেখে আমি অভিভূত। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার যে বার্তা তিনি দিয়েছেন,তা আমার মনে গেঁথে গিয়েছে। ’

বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্দেশে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী খুব শিগগিরই পশ্চিমবঙ্গে আসবেন বলে তিনি জানান।

এদিকে ফেসবুকে মুখ্যমন্ত্রী জানান,‘পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাকে পাকিস্তান সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ’

সালমান বশির বলেন, ‘কলকাতা ভারতের সাংস্কৃতিক রাজধানী। ভারত-পাক সম্পর্কের উন্নয়নে পশ্চিমবঙ্গের স্থান খুবই গুরুত্বপূর্ণ। কলকাতার সঙ্গে লাহোর, করাচি এবং পেশোয়ারের সাংস্কৃতিক ক্ষেত্রে বহু মিল রয়েছে৷। সাংস্কৃতিক ক্ষেত্রে আদানপ্রদান বাড়লে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হবে। ’

তিনি আরও বলেন, ‘শিল্প,বাণিজ্য এবং প্রশাসনের ক্ষেত্রে পাকিস্তান এবং পশ্চিমবঙ্গ একে অপরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে। সে কারণেই পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি চান পশ্চিমবঙ্গের সঙ্গে সাংস্কৃতিক এবং বন্ধুত্বের সম্পর্ক নতুন করে স্থাপন করতে। ’

ভারতের জাতীয় স্তরে সরকার পরিবর্তন হলেও, তার কোনও প্রভাব দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে না বলেও মনে করেন এই পাক হাইকমিশনার।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।