ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার কেজরিওয়াল লোকসভায়

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৪
এবার কেজরিওয়াল লোকসভায়

নয়াদিল্লি: আগামী লোকসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী করছে আম আদমি পার্টি। এমনই ইঙ্গিত দিয়েছেন পার্টির নেতা যোগেন্দ্র যাদব।



দিল্লি বিধানসভার পর এবার অরবিন্দ কেজরিওয়ালের চোখ লোকসভা নির্বাচনে। দু’সপ্তাহের মধ্যে লোকসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করবে আম আদমি।

শনিবার দিল্লিতে দলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন যোগেন্দ্র যাদব। বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালও উপস্থিত ছিলেন।

যোগেন্দ্র যাদব বলেন, নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধী নয়, দেশবাসীকে বিকল্পের সন্ধান দিতে চাই আমরা।

মানুষ অরবিন্দ কেজরিওয়ালকেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বলে দাবি করেন আম আদমি পার্টির এই তাত্ত্বিক নেতা।

বাংলাদেশ সময়:  ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।