ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় লোকসভা নির্বাচনে প্রার্থী দেবে এএপি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
ত্রিপুরায় লোকসভা নির্বাচনে প্রার্থী দেবে এএপি

আগরতলা (ত্রিপুরা): ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুই আসনের প্রার্থী ঘোষণা করেছে আলোচিত নতুন দল আম আদমি পার্টি (এএপি)।

রোববার আগরতলার নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে এএপি’র উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের মধ্য দিয়ে দলের একটি রাজ্য কমিটি গঠিত হয়। ১২ জন সদস্য রয়েছেন সেই কমিটিতে।

ত্রিপুরায় এএপি’র এই কর্মসূচি উপলক্ষে দিল্লি থেকে এসেছিলেন দলের জাতীয় কমিটির নির্বাহী সদস্য হাবাং পায়েং।

সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে হাবাং পায়েং বলেন, ত্রিপুরাতে কোন বিরোধী শক্তি নেই। যার কারণে গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে সিপিএম। ত্রিপুরায় বিকল্প হিসাবে মাথা তুলবে এএপি।

তিনি জানান, আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনেই প্রার্থী দেবে এএপি। রাজ্য সরকারের বিভিন্ন দুর্বলতা নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে তারা।

ডাক্তার, প্রকৌশলী থেকে শুরু করে বিভিন্ন পেশার লোক যোগ দেন সম্মেলনে। কিন্তু দিল্লির রাজনৈতিক উত্তেজনা বয়ে এনে ত্রিপুরায় আম আদমির পার্টি কতটা সফলতা পাবে তা কিন্তু ধোঁয়াশায় রয়ে গেছে। কারণ ত্রিপুরার ভোটাররা ঐতিহাসিকভাবে ডান-বামে বিভক্ত।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।