ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গি হামলার আশঙ্কায় ভারতের বিমানবন্দরগুলোতে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
জঙ্গি হামলার আশঙ্কায় ভারতের বিমানবন্দরগুলোতে সতর্কতা

ঢাকা: জঙ্গি হামলার আশঙ্কায় ভারতের সকল বিমানবন্দরে ‘গ্রেড এ’ পর্যায়ের সতর্কতা জারি করেছে দেশটির গোয়েন্দা অধিদপ্তর (আইবি)। সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’র পরই গ্রেড এ পর্যায়কে সবচেয়ে বিপজ্জনক মনে করা হয়।



সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জারি করা সতর্কবার্তায় দেশের সব বড় শহরের বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনি বিমান ছিনতাই অথবা বোমা হামলার চেষ্টা চালাতে পারে।

বেসামরিক বিমান পরিবহন বিভাগের নিরাপত্তা অধিদপ্তর থেকে পাঠানো সতর্কবার্তায় বলা হয়েছে, দিল্লি বিমানবন্দরে আক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি। এছাড়া, ২১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে হামলার চেষ্টা চালাতে পারে জঙ্গিরা।

গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা মনে করছেন, ইন্ডিয়ান মুজাহিদিনের নেতা ইয়াসিন ভাটকাল ও আসাদুল্লাহ আখতারের মুক্তি দাবিতে বিমান ছিনতাই বা হামলার পরিকল্পনা করছে উগ্রপন্থি জঙ্গি সংগঠনটি।

এ ব্যাপারে পর্যাপ্ত পদক্ষেপ নিতে বিমান বন্দরগুলোর কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে গোয়েন্দা অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।