ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাধারণতন্ত্র দিবস বয়কটের ডাক ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদীদের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
সাধারণতন্ত্র দিবস বয়কটের ডাক ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদীদের

আগরতলা (ত্রিপুরা) : সাধারণতন্ত্র দিবস বয়কটের ডাক দিয়েছে ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো। তবে হুমকি প্রতিরোধে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকেও অবলম্বন করা হয়েছে কড়া সতর্কতা।



আগামী ২৬ জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবস। ১৯৪৯ সালের এই দিনে গৃহীত হয়েছিলো ভারতের সংবিধান। প্রতি বছর দিনটিকে অত্যন্ত মর্যাদার সাথে পালন করে ভারত।

বিভিন্ন সময় এই সাধারণতন্ত্র দিবস বয়কটের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো। সেই ধারাবাহিকতায় এবারও সাধারণতন্ত্র দিবস বয়কটের ডাক দিয়েছে ত্রিপুরায় তৎপর দুই বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ।

পৃথক পৃথক বিবৃতিতে সংগঠন দু’টির তরফে বলা হয়েছে, ত্রিপুরায় সাধারণতন্ত্র দিবস পালন করা যাবে না। উপজাতি সম্প্রদায়ের প্রতিও তারা দিবসটিকে বয়কটের আহ্বান জানিয়েছে।

এর আগে বেশ কয়েকবারই সাধারণতন্ত্র দিবসের দিন রাজ্যে হামলা-হাঙ্গামা চালিয়েছে এসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন।

অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার আলোকেই এবারও বিভিন্ন মহকুমায় শুরু হয়ে গেছে প্রশাসনের তল্লাশি অভিযান। নিরাপত্তার সার্বিক বন্দোবস্ত তদারকি করছে স্বরাষ্ট্র দপ্তর।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।