ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন তদারকির জন্য কমিটি গড়া হবে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪
উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন তদারকির জন্য কমিটি গড়া হবে

আগরতলা (ত্রিপুরা): উত্তরপূর্বাঞ্চলের উন্নয়ন তদারকির জন্য কমিটি গড়া হবে। সম্প্রতি এক বৈঠকে প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজে এই কমিটি গড়ার কথা বলেছেন।

এই বৈঠকেই ত্রিপুরায় উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশে বিক্রির ব্যাপারে জোরালো সওয়াল করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

উত্তরপূর্বাঞ্চলের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। সোমবার দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই উত্তরপূর্বাঞ্চলের উন্নয়ন তদারকির জন্য কমিটি গড়ার ব্যাপারে সওয়াল করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে যোগ দিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার রোববার দিল্লি গিয়েছিলেন। রেল, সড়ক, বিদ্যুৎ, বিমানবন্দর, টেলিকমিউনিকেশন ইত্যাদি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এই সব বিষয়ের বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখে প্রধানমন্ত্রী বলেন, কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। দেরিতে চলছে সব প্রকল্পের কাজ।

বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, দেশের ঐক্য সংহতির জন্যই উত্তরপূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়ন দ্রুত করতে হবে কেন্দ্রীয় সরকারকে। তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার ঠিকভাবে এই অঞ্চলের উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করছে না। ফলে বেশ কয়েক জায়গায় কাজ থমকে আছে। পর্যাপ্ত আর্থিক বিনিয়োগ এবং সঠিক তত্ত্বাবধানই পারে এই অঞ্চলের উন্নয়ন ঘটাতে।

প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অবিলম্বে লামডিং থেকে সাব্রুম পর্যন্ত ব্রডগেজ রেললাইনের কাজ শেষ করা, আগরতলা বিমানবন্দরের উন্নতি সাধন,  টেলি পরিষেবার উন্নতি করা, আগরতলা আখাউড়া রেল সংযোগের কাজ  দ্রুত শেষ করা এবং ত্রিপুরায় উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশে বিক্রির ব্যাপারে জোরালো সওয়াল করেন।

এ ছাড়া বৈঠকে উত্তরপূর্বাঞ্চলের স্বার্থে বিভিন্ন দাবি উত্থাপন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।