ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় গুরুত্ব পাচ্ছে জলপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
কলকাতায় গুরুত্ব পাচ্ছে জলপথ মদন মিত্র

কলকাতা: কলকাতার পরিবহন ব্যবস্থায় জলপথকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনার কথা জানালেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্র।

সোমবার মদন মিত্র বলেন, বেসরকারি পুঁজিকে কলকাতার জলপথের উন্নতির জন্য আহ্বান করা হবে।

সরকার এই পরিকল্পনায় পুরোপুরি সহায়তা করবে।

কলকাতা থেকে হাওড়া জলপথটি যথেষ্টভাবে ব্যবহৃত হয়। তিনি আশা করেন, আগামী দিনে জলপথে যোগাযোগ ব্যবস্থা করা হলে সেটি শহরের মানুষদের যথেষ্ট সাহায্য করবে।

বিগত বাম সরকারের আমলেও বিভিন্ন সময় জলপথকে ব্যবহারের প্রস্তাব উঠেছিল। কিন্তু সেটি বাস্তবায়ন করা যায়নি। এর মূল কারণ ছিল কলকাতার ভেতরে গঙ্গার সঙ্গে যুক্ত খালগুলোর কম নাব্যতা এবং দখল হয়ে যাবার প্রবণতা। তবে বর্তমানে সেই সমস্যা অনেকটাই সমাধান হয়েছে।

তবে একদিকে বাড়তে থাকা চাহিদা অন্যদিকে সরকারি-বেসরকারি বাসের সংখ্যা কমে যাওয়ার ফলে শহরে বেড়েছে সিএনজির নির্ভরশীলতা।

বেশ কয়েকটি ঘটনায় সাম্প্রতিক কালে সিএনজি নিয়ে কড়া সমালোচনার মুখে দাঁড়াতে হয়েছে সরকারকে।

এখন দেখার বিষয় পরিবহন মন্ত্রীর জলপথের পরিকল্পনা শহরবাসীকে কতটা স্বস্তি দিতে পারে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।