ব্রাহ্মণবাড়িয়া: বৃহস্পতিবার থেকে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় শুরু হচ্ছে ৩২তম আগরতলা বইমেলা।
রাজধানী শহরের উমাকান্ত একাডেমি মাঠে অনুষ্ঠিত মেলা চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
ত্রিপুরা থেকে প্রকাশিত দৈনিক দেশের কথা পত্রিকার তথ্যানুযায়ী, এবারের মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশের এমিরেটস অধ্যাপক ভারতের পদ্মভূষণ সম্মাননাপ্রাপ্ত শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান ও আসামের বিশিষ্ট শিক্ষাবিদ ড. হীরেন গোঁহাই।
দেশের কথা পত্রিকার প্রতিবেদনে বলা হয়, এবারের বইমেলায় স্টল থাকবে ১১৫টি। তার মধ্যে ৬৫টি ত্রিপুরার, ৪০টি কলকাতার, ৫টি গুয়াহাটির, ৩টি দিল্লির ও ২টি বাংলাদেশের।
মেলা চলবে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। ছুটির দিনে বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানের দিন থেকে শেষ দিন পর্যন্ত মেলায় প্রতিদিন বিভিন্ন বিষয়ে আলোচনা ও কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। তাছাড়া মেলা উপলক্ষে মুক্তধারা অডিটোরিয়ামে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
বাংলাদেশ সময়: ০৮২৭ , ফেব্রুয়ারি ১৩, ২০১৪