ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় উদযাপন ফোর্ট উইলিয়ামের ১২০তম বর্ষপূর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মার্চ ১, ২০১৪
কলকাতায় উদযাপন ফোর্ট উইলিয়ামের ১২০তম বর্ষপূর্তি

কলকাতা: শনিবার ফোর্ট উইলিয়ামের ১২০ বছরের জন্ম উৎসব হলো কলকাতায়।

ভারতীয় সেনাবাহিনীর পূর্ব ভারতের প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়াম।



ফোর্ট উইলিয়ামের ১২০ বছরের জন্মদিনে জেনারেল অফিসার কমান্ডিং বেঙ্গল এরিয়া, লেফটেন্যান্ট জেনারেল রামন ধাওয়ান সেনাবাহিনীর সদস্য তাদের পরিবারবর্গ, অসামরিক কর্মচারী সহ সকলকে অভিনন্দন জানান।

১৮৯৫ সালের ১ মার্চ  কলকাতার ফোর্ট উইলিয়ামে  ভারতীয় সেনাবাহিনীর পূর্ব ভারতের  প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছিল। ব্রিটিশ শাসনকালে তৎকালীন সেনাবাহিনীর আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল স্যার ডাবলু কে ইলস এই কার্যালয়ের উদ্বোধন করেন।

ভারতের সেনাবাহিনীর ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফোর্ট উইলিয়াম এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ছিল।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর তরফে ফোর্ট উইলিয়াম ছিল এক অপরিসীম গুরুত্বপূর্ণ সামরিক কার্যালয়।

কলকাতার ফুসফুস বলে পরিচিত কলকাতা ময়দানের দেখভালের গুরুদায়িত্ব পালন করে ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ০১ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।