আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরার উদয়পুরের নন্দিতা সরকার (রহমান) এ বছর নেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই প্রথম কোন সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট পরীক্ষায় উত্তীর্ণ হল।
ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট পরীক্ষা আয়োজন করে ভারতের ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। এই পরীক্ষার মাধ্যমে সারা দেশের মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যাপক হিসেবে নিযুক্তি দেয়া হয়।
নন্দিতা সরকার ত্রিপুরার প্রথম সংখ্যালঘু মেয়ে যে এই পরীক্ষায় সাফল্য পেল। তারা বাবা চেতু মিয়া সরকার এবং মা জোৎস্নারা বেগম। নন্দিতার স্বামী মিজানুর রহমান পেশায় শিক্ষক এবং স্ত্রীর সাফল্যে দারুণ খুশি। নন্দিতা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু সংগঠন নন্দিতার সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে।
২০১৩ সালের ডিসেম্বর মাসে হয়েছিল নেট পরীক্ষা। যার রেজাল্ট বের হয় কিছুদিন আগে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৪