আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরা রাজ্য কংগ্রেসের শক্তি আরও বাড়ল। এ রাজ্যের তিনটি দল সমর্থন জানালো কংগ্রেসকে।
মঙ্গলবার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানানো হয় রাজ্য কংগ্রেস দলের পক্ষ থেকে। ত্রিপুরার উপজাতি ভিত্তিক দল আই এন পি টি এবং এন সি টি ছাড়াও কংগ্রেসকে সমর্থন করছে পি ডি এস।
রাজ্যের প্রায় প্রতিটি নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বাধে আই এন পি টি। এবার কংগ্রেসকে সমর্থন করছে আরেক উপজাতি ভিত্তিক দল এন সি টিও। এই দুই দল ছাড়াও এবার ষোড়শ লোকসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থন করার কথা মঙ্গলবার ঘোষণা করল পি ডি এস।
এই দলের নেতা রাজ্যের প্রাক্তণ সিপিএম সংসদ সদস্য অজয় বিশ্বাস। বেশ কিছুদিন আগে সিপিএম থেকে আলাদা হয়ে তিনি পিডিএস গঠন করেন।
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিন দলের নেতারাই। প্রত্যেক দলের পক্ষ থেকেই রাজ্যের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে অসন্তোষ ব্যক্ত করা হয় সাংবাদিক সম্মেলনে।
তিন দলের নেতৃবৃন্দ অভিযোগ করেন, রাজ্যে এক অস্বাভাবিক পরিস্থিতি কায়েম করেছে সিপিএম। তাই এই ভোটে সিপিএমকে পরাস্ত করার আহ্বন জানান তারা।
তিন দলের কংগ্রেসকে সমর্থন করার বিষয়টি স্বাগত জানিয়েছেন কংগ্রেসের রাজ্য সভাপতি দিবাচন্দ্র রাঙ্খল। কিন্তু কংগ্রেসের এই জোটে আগামী ভোটে কতটুকু প্রভাব ফেলতে পারবে তা জানা যাবে আগামী ১৬ মে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪