আগরতলা (ত্রিপুরা): পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনে প্রার্থীর সংখ্যা এগার। শনিবার রাতে শেষ হয়েছে মনোনয়নপত্র জমাদান।
এ খবর জানিয়েছেন, ত্রিপুরার মুখ্য নির্বাচন কর্মকর্তা আশুতোষ জিন্দাল। ভারতে এবার নয় দফায় হবে ষোড়শ লোকসভা নির্বাচন।
প্রথম দফার নির্বাচন হবে ৭ এপ্রিল। সেদিন ত্রিপুরা এবং আসামের ছয়টি আসনে নির্বাচন হবে। তার মধ্যে ত্রিপুরার একটি আসন যা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে। সেই আসনে ভোটের জন্য মনোনয়ন জমা দেয়ার প্রক্রিয়া শেষ হয়েছিল শুক্রবার। শনিবার সবগুলি মনোনয়ন পরীক্ষা করে দেখা হয়। তাতে দেখা যায় সবগুলি মনোনয়ন পত্রই সঠিক।
এগার জন প্রতিদ্বন্দ্বি থাকলেও পশ্চিম ত্রিপুরায় আসন রয়েছে তেরটি। বিজেপির সুধীন্দ্র দাশগুপ্ত এবং আমরা বাঙালি দলের রাখালরাজ দত্ত দুটি করে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
২৪ মার্চ মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন। সেদিন রাতে সঠিক ভাবে জানা যাবে কত জন প্রতিদ্বন্দ্বিতা করবেন পশ্চিম ত্রিপুরা আসন থেকে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪,