আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের মতো পড়শি ত্রিপুরায়ও বুধবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে । এদিন সকালে আগরতলার বাংলাদেশ ভিসা অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন ভিসা অফিসের প্রথম সচীব মুহম্মদ ওবায়দুর রহমান।
এদিন স্মরণ করা হয় বাংলাদেশের অজস্র স্বাধীনতা সংগ্রামীকে, যারা নিজের প্রাণ উজার করে দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, প্রথম সচিব মুহম্মদ ওবায়দূর রহমান।
তিনি জানান, ১৯৭১ সালের ২৬ মার্চ দেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। তার পর হয় পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ। দীর্ঘ নয় মাস প্রচণ্ড যুদ্ধের পর পাকিস্তানি শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। আজকের দিনটি জাতীয় দিবস হিসেবেও উদযাপন করা হয়।
বুধবার সন্ধ্যায় আগরতলার বাংলাদেশ ভিসা অফিসে স্বাধীনতা দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাজ্যের বিশিষ্ট শিল্পীরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৪