কলকাতা: কলকাতার শহীদ মিনারে সভা করে সরাসরি বিজেপি, কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী বহুজন সমাজবাদী পার্টি নেত্রী কুমারী মায়াবতী।
তিনি অভিযোগ করেন, ভারতের শাসন ক্ষমতায় বসা এই দুই দলই সমাজের পিছিয়ে পড়া মানুষ, দলিত মানুষদের উন্নতির জন্য কিছুই করেনি।
মায়াবতী বলেন, আগামী লোকসভায় বিজেপি বা কংগ্রেস নয় লোকসভা গঠন করবে বিকল্প কোনো শক্তি।
তিনি আরও বলেন, একজন দলিত নেতা আগামী দিনে ভারতের প্রধান মন্ত্রীর চেয়ারে বসবেন। আর সেই নেতাই পারেন সার্বিকভাবে ভারতের পিছিয়ে পড়া মানুষদের সত্যিকারের উন্নতি করতে।
কুমারী মায়াবতী বলেন, পশ্চিমবঙ্গে বহুজন সমাজবাদী পার্টির প্রায় ১০ শতাংশ ভোট আছে। আগামী দিনে পশ্চিম বঙ্গে ভালো করবে বহুজন সমাজবাদী পার্টি।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪