ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ছাত্রনেতা সুদীপ্ত গুপ্ত হত্যার বিচার দাবি

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৪
কলকাতায় ছাত্রনেতা সুদীপ্ত গুপ্ত হত্যার বিচার দাবি

কলকাতা: বাংলাদেশের শাহবাগ আন্দোলনের স্বপক্ষে অবস্থান নেওয়া কলকাতার তরুণ ছাত্রনেতা সুদীপ্ত গুপ্ত’র পুলিশ হেফাজতে নিহত হওয়ার প্রতিবাদে সমাবেশ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতারা।

সুদীপ্ত গুপ্তের মৃত্যুর এক বছর পার হওয়ায় বুধবার কলকাতায় ছাত্র–যুব সংঘের ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে সুদীপ্ত হত্যার বিচার দাবি করেন বক্তারা।



এ সময় তারা সুদীপ্ত গুপ্তের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে অতি দ্রুত একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন।

২০১৩ সালের ২ এপ্রিল পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাস্তায় নেমে পুলিশের হাতে আটক হন সুদীপ্ত। পরে পুলিশের হেফাজতে তিনি মারা যান।

সুদীপ্ত গুপ্তের মৃত্যুর বিচারের দাবিতে সমাবেশে বক্তব্য রাখেন, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সূর্য কান্ত মিশ্র, রাজ্যসভার সদস্য এবং ছাত্রনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-এর শীর্ষ নেত‍ারা।

সমাবেশে সূর্যকান্ত মিশ্র বলেন, সুদীপ্ত গুপ্ত বেঁচে থাকবেন তরুণ প্রজন্মের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আমরা তাকে কোনোদিন ভুলব না।

রাজ্য সভার সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গভীর আবেগের সঙ্গে স্মরণ করেন তার এক সময়ের সহযোদ্ধা সুদীপ্ত গুপ্তকে।

তিনি আক্ষেপ নিয়ে বলেন, এক বছর অতিক্রান্ত হয়ে গেল কিন্তু আজও সুদীপ্ত গুপ্তের মৃত্যুর বিচার হলো না। এটা মেনে নেওয়া যায় না।

সমাবেশ শেষে ছাত্রদের এক বিরাট মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ধর্মতলায় এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।