ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিএম’র প্রচারমূলক বই প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৪
সিপিএম’র প্রচারমূলক বই প্রকাশ

কলকাতাঃ লোকসভা ভোটের প্রাক্কালে সিপিএম’র পক্ষ থেকে কয়েকটি প্রচারমূলক বই প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান ও সিপিএম’র রাজ্য সম্পাদক  বিমান বসু।

সিপিএম’র রাজ্য দপ্তরে তিনি এই বই’র উদ্বোধন করেন।

এ উপলক্ষে তিনি সাংবাদিকদের জানান, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের গরীব মানুষের দল বললেও সেই দলের সর্বময় নেত্রী চার্টার্ড বিমানে করে সভাস্থলে যাচ্ছেন।

তিনি আরও দাবী করেন- ভোটের আগে বিজেপি’র সমালোচনা করলেও ভোটের পরে বিজেপি’র সঙ্গে হাত মেলাবে তৃণমূল কংগ্রেস।

বিগত দিনে তৃণমূল কংগ্রেস নেত্রী সম্পর্কে কটাক্ষ করার বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, গরীব মানুষের দল মুখে দাবী করে অপর দিকে চার্টার্ড বিমানে করে প্রচার করার সত্য কথা প্রকাশ করলেই তাদের নেত্রীকে কটাক্ষ করা হচ্ছে বলে দাবী করছে তৃণমূল নেতৃত্ব।

এ দিনের সাংবাদিক সম্মেলনে তিনি আবার প্রশ্ন তোলেন গত বিধানসভা নির্বাচনে ১ কোটি রুপির বেশি মূল্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কে কিনে ছিলেন তা এখনও প্রকাশ্যে আনে না কেন তৃণমূল কংগ্রেস?

বই প্রকাশ করে তিনি বলেন, এতে বামফ্রন্টের যাবতীয় নীতির কথা বলা আছে। মানুষের কাছে বিভিন্ন ইস্যু নিয়ে পৌঁছে দিতে তারা এ বই ব্যবহার করবেন।

বাংলাদেশ সময়:  ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।