কলকাতা: যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে কলকাতায় পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মের পবিত্র উৎসব গুড ফ্রাইডে।
শুক্রবার কলকাতার বিভিন্ন চার্চে এ উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন চার্চের কর্তৃপক্ষ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।
শোভাযাত্রা শেষে ১৪৪ বছরের পুরাণ কলকাতার ওসমন্ড মেমোরিয়াল চার্চের ফাদার সরজিৎ বিশ্বাস বাঙলানিউজ২৪-এর মাধ্যমে বাংলাদেশের সমস্ত নাগরিককে শুভেচ্ছা জানিয়ে সবার শান্তি কামনা করেন।
তিনি বলেন, প্রভু যিশু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রার্থনা শুনবেন।
খ্রিষ্টীয় মতে এই দিনে প্রভু যিশুকে ক্রুশ বিদ্ধ করা হয়। খ্রিষ্টান ধর্মালম্বিদের মতে একাধারে এটি একটি দুঃখের এবং পবিত্র দিন।
ভারতে এই দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪