কলকাতা: ব্যাপক উৎসাহ আর উদ্দীপনায় মঙ্গলবার পশ্চিমবঙ্গে বাংলা নববর্ষকে বরণ উৎসব উদযাপন হচ্ছে।
সোমবার বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপন হলেও পশ্চিমবঙ্গের পঞ্জিকা অনুযায়ী মঙ্গলবার নতুন বছর পালন করছে পশ্চিম বঙ্গবাসী।
এদিন নতুন বছরকে বরণ করে নিতে সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন চলছে।
এর মধ্যে স্কুল-কলেজগুলোতে নাচ-গান ও আবৃত্তির আয়োজন করা হয়। নতুন বছরকে বরণ করে নিতে নানা রঙে সেজেছে কলকাতার বাঙালিরা।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের ব্যবসায়ী মহলে চলছে হালখাতা অনুষ্ঠান। এতে মিষ্টিমুখের সঙ্গে পুরাতন বছরের সব পাওনা চুকিয়ে দিতে সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়।
হালখাতা উপলক্ষে কলকাতার কালীঘাট মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি, ফিরিঙ্গী কালীবাড়ি, দক্ষিণেশ্বর মন্দির, বাবু ঘাট, বাগবাজার ঘাট, শোভাবাজার ঘাটসহ বিভিন্ন মন্দির ও গঙ্গার বিভিন্ন ঘাটে বিপুল জনসমাগম দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৪