ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বৃহস্পতিবার ভোট

কড়া নিরাপত্তার বেষ্টনিতে পশ্চিমবঙ্গ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪
কড়া নিরাপত্তার বেষ্টনিতে পশ্চিমবঙ্গ

কলকাতা: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ। নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে পশ্চিমবঙ্গ।



মোট পাঁচ দফায় ভোট হবে এ রাজ্যে। এ নিয়ে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গের শহর ও গ্রামগুলোতে।

নির্বাচন কমিশন কর্তৃক আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর অবস্থানে থাকার নির্দেশ নেওয়া হয়েছে।

সার্বিক নিরাপত্তার জন্য ১১২টি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ছাড়াও থাকবে রাজ্য পুলিশ।

এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে থাকছে গোপন ক্যামেরা এবং একজন করে মাইক্রো অবজারভার।

থাকছে বিশেষ পুলিশ অবজারভার। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিশেষ নজরদারি চালাবে বিএসএফ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ভোটের সংখ্যা ৬০ লাখ ৩৩ হাজার ৩১০ জন। আর প্রার্থী ৪৭ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৭ হাজার ৪৪৩টি।

ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে। বুথের সামনে কোনোরকম ক্যাম্প অফিস বা জমায়েত করা যাবে না। বুথের ১০০ মিটারের মধ্যে বিশেষ অনুমতি ছাড়া মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না, বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইতোমধ্যেই বুথে নির্বাচন কর্মীরা পৌছতে শুরু করেছেন বলে খবর পাওয়া গেছে।  

ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও আগামীকাল আরও ১২টি রাজ্যের ১১৮টি আসনে লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।