ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় পালিত হচ্ছে বসুন্ধরা দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪
কলকাতায় পালিত হচ্ছে বসুন্ধরা দিবস কলকাতায় পালিত হচ্ছে ‘বসুন্ধরা দিবস

কলকাতা: প্রাকৃতিক পরিবেশকে বাঁচাতে গোটা বিশ্বের সঙ্গে  তাল মিলিয়ে কলকাতায় পালিত হচ্ছে  ‘বসুন্ধরা দিবস’।

মঙ্গলবার এ উপলক্ষে কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।



ভারতের সাংস্কৃতিক মন্ত্রকের সহযোগিতায় আর্থ দে নেটওয়ার্ক ও সাউথ এশিয়ান ফোরাম ফর এনভারমেন্ট-এর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

সকালে মঞ্চে একটি গাছে পানি ঢেলে এই আলোচনা সভার উদ্বোধন করেন কলকাতাস্থ মার্কিন কনসাল জেনারেল হেলেন লা ফেভ।

আলোচনায় সাউথ এশিয়ান ফোরাম ফর এনভারমেন্ট-এর ড. দিপায়ন দে, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের মুখ্য পরিচালক  শেখ ই ইসলাম, জীব বিজ্ঞানী প্রদীপ কুমার, পবন চুড়িওয়াল প্রমুখ।

অনুষ্ঠানে হেলেন লা ফেভ বলেন, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা আমাদের সবার কর্তব্য। কলকাতার মত বড় শহরে এখনও পুরোপুরি বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার করার প্রক্রিয়া গড়ে তোলা সম্ভব হয়ে ওঠেনি।

এক্ষেত্রে তার দেশ আমেরিকা প্রয়োজনীয় সহযোগিতা করতে আগ্রহী বলে জানান তিনি।

এছাড়া এ উপলক্ষে দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা, আবর্জনা পুনর্ব্যবহারযোগ্য করে তোলার ওপর প্রশিক্ষণ, পরিবেশ বিষয়ক কুইজ এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।