ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪
পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট বৃহস্পতিবার

কলকাতা: ভারতের লোকসভা  নির্বাচনে পশ্চিমবঙ্গে  দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। মালদা উত্তর, মালদা দক্ষিণ,জঙ্গিপুর, রায়গঞ্জ, বালুরঘাট এবং মুর্শিদাবাদ এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



এ দিকে একই দিন সপ্তম দফায় ভারতের বিহার, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, আসাম, ছত্তিশগড়, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, পণ্ডিচারী রাজস্থান এবং উত্তর প্রদেশের ১১৭টি আসনে ভোটগ্রহণ করা হবে।

পশ্চিমবঙ্গের মালদা উত্তরে কংগ্রেসের প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ‘মালদার মিথ’ বলে পরিচিত গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসুম বেনজির নুর এবং তৃণমূল প্রার্থী ভূমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জঙ্গিপুরে  কংগ্রেসের মনোনয়নে  প্রার্থী হয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের  ছেলে অভিজিত মুখোপাধ্যায়। অন্যদিকে  তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজি নুরুল ইসলাম। সিপিএম-এর প্রার্থী হয়েছেন মুজফফর হোসেন এবং বিজেপির প্রার্থীর সম্রাট ঘোষ।

রায়গঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সি। তৃণমূলের  প্রার্থী হয়েছেন প্রিয়রঞ্জন দাসমুন্সির ভাই পবিত্র রঞ্জন দাসমুন্সি। এ আসনে বিজেপি প্রার্থী অভিনেতা নিমু ভৌমিক এবং বামফ্রন্ট প্রার্থী হয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

বালুরঘাট আসনে  কংগ্রেস প্রার্থী হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। তৃণমূল প্রার্থী হয়েছেন নাট্যকর্মী অর্পিতা ঘোষ ও  বামফ্রন্ট প্রার্থী হয়েছেন বিমলেন্দু সরকার এবং বিজে‍পির বিশ্বপ্রিয় রায় চৌধুরী।

মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা  করছেন মান্নান হোসেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহম্মদ আলি, সিপিএম এবং বিজেপি প্রার্থী যথাক্রমে বদরুদ্দোজা খান এবং সুজিত কুমার ঘোষ।

বৃহস্পতিবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কমিশন থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।    

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।