কলকাতা: সারদা ‘পঞ্জি স্কিম’ প্রতারণা মামলায় নতুন মোড়। ১৪ মে রাজ্য পুলিশের হাত থেকে প্রধান অভিযুক্ত সারদা গোষ্ঠীর মালিক সুদীপ্ত সেন এবং গ্রেপ্তার হওয়া তৃণমূলের সাবেক রাজ্যসভার সংসদ সদস্য এবং সারদা গোষ্ঠীর মিডিয়া গ্রুপের সিইও সাংবাদিক কুণাল ঘোষকে নিজেদের হেফাজতে নেবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট(ইডি)।
ইডি সূত্রে এমন খবর জানা গেছে। গ্রেপ্তার হওয়ার প্রথম দিন থেকেই কুণাল ঘোষ বারে বারে জানাচ্ছিলেন তিনি এ ব্যাপারে বেশ কিছু তথ্য দিতে পারেন, কিন্তু তাকে সেই সব তথ্য বলতে দেয়া হচ্ছে না। মনে করা হচ্ছে কুণাল ঘোষকে নিজেদের হেফাজতে নিয়ে ‘ইডি’ সারদা প্রতারণা সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাবে।
কয়েক দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেনা নিয়ে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের কিছু বলতে চাইলে তাকে কোন কথা বলার সুযোগ না দিয়েই সরিয়ে নিয়ে যায় পুলিশ। ইতোমধ্যেই বালুরঘাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষকে দুই দফায় জেরা করেছে ‘ইডি’।
অপর দিকে সারদা কর্তা সুদীপ্ত সেনের স্ত্রী পিয়ালি সেন এবং ছেলে শুভজিৎ সেনকে গ্রেপ্তার করেছে ‘ইডি’। মনে করা হচ্ছে সুদীপ্ত সেনকে হাতে পেলে সারদা কাণ্ডে লোপাট হয়ে যাওয়া ২৬শ’ কোটির অধিক রুপি কোথায় গচ্ছিত আছে তার ধারণা করতে পারবে ‘ইডি’।
এদিকে দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলে একটি ছোট্ট অফিসের সারদা গোষ্ঠীকে কলকাতা পুরসভা ৪৩টি আলাদা আলাদা কোম্পানির লাইসেন্স প্রদান করার বিষয়ে ‘ইডি’-এর কাছে অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা তথা কলকাতা পুরসভার সদস্য প্রকাশ উপাধ্যায়। ‘ইডি’র তরফে সোমবার তাকেও ডেকে পাঠানো হয়েছে, বিজয় উপাধ্যায় এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুরসভার মেয়র তথা তৃণমুল কংগ্রেস নেতা শোভন চট্টোপাধ্যায়কে জেরা করার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ০৫, ২০১৪