কলকাতা: গত ৪৩ বছরে ৪৩ বার এসেছেন কলকাতায়। হাতে সাদাকালো একটি ছবি।
কলকাতার লালবাজারে (পুলিশ দপ্তর) হারিয়ে যাওয়া বোনের খোঁজে গেছেন বহুবার। জানেন না কোথায় আছে রাজশাহী থেকে হারিয়ে যাওয়া বোন মানারা চৌধুরী।
কলকাতায় আদৌ আছেন কি না সে খবরও তার কাছে নেই। শুধুমাত্র গ্রামের এক পরিচিতের কাছে শুনেছিলেন কলকাতায় তার বোনের মত কাউকে দেখা গিয়েছিলো। সেই থেকে অবিরত খুঁজে চলা।
কলকাতা পুলিশের কর্তা ব্যক্তিরা জানিয়েছেন ৫-৭ বছর ধরে হারিয়ে যাওয়া কোন আত্মীয়ের খোঁজে অনেকেই আসেন। কিন্তু তার পর ধীরে ধীরে কমতে থাকে আশা। তার পরে পুলিশের কাছে আসাও বন্ধ করে দেন সাধারণ মানুষ। কিন্তু চার দশকের বেশি সময় ধরে এই খোঁজ, তাদের কথায় অভূতপূর্ব।
আর এই খোঁজ করতেই গত এপ্রিল মাসেও ফয়জুন্নিসা খানম এসেছিলেন কলকাতায়। সঙ্গে সেই সাদাকালো মলিন হয়ে যাওয়া ছবি। গিয়েছিলেন লালবাজারের পুলিশ কর্তাদের কাছেও। কলকাতার প্রথম সারির একটি দৈনিকে বিজ্ঞাপনও দিয়েছিলেন, ১৯৭১ সালে হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পেলে তাকে জানানোর জন্য।
প্রতিবারের মতোই কোন উত্তর আসেনি। কিন্তু আশা ছাড়েননি ফয়জুন্নিসা খানম। তার বিশ্বাস মৃত্যুর আগে একদিন অবশ্যই তিনি খুঁজে পাবেন বোনকে। আর সেই আশাতেই বোন মানারার ১৯-২০ বছরের ছবি নিয়ে আজও খুঁজে চলেছেন তিনি।
ফয়জুন্নিসা খানমের পরিবারের লোকরা মনে করেন এই প্রচেষ্টা যুক্তিহীন। কিন্তু বৃদ্ধাকে বাধাও দেন না তারা। তাদের মতে পৃথিবীতে অনেক কিছুই ঘটে যার ব্যাখ্যা মেলে না সাধারণ মানুষের চিন্তায়। তাই তারাও আশা করেন হয়তো একদিন ফিরে আসবে মানারা।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ৬, ২০১৪