কলকাতা: লোকসভা নির্বাচনের তারকা চমকের ধারা অব্যাহত রাখছে তৃণমূল কংগ্রেস। কলকাতার চৌরঙ্গী ও বসিরহাট (দক্ষিণ) বিধানসভা উপনির্বাচনে আবার তারকা প্রার্থীদের হাজির করল তারা।
ভারতীয় ফুটবল দলের সাবেক সদস্য প্রসূন মুখোপাধ্যায় ও ভারতীয় ফুটবল দলের নিয়মিত সদস্য দীপেন্দু বিশ্বাসকে প্রার্থী করল তৃণমূল। দিপেন্দু লড়বেন বসিরহাট (দক্ষিণ) কেন্দ্র থেকে।
অন্যদিকে তৃণমূল দলের বিগত লোকসভার সদস্য সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রের ছেড়ে দেওয়া আসনে দাঁড়াচ্ছেন টলিউডের সিনেমার আরেক অভিনেত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। সোমেন বর্তমানে কংগ্রেসে যোগ দিয়েছেন। নয়না চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছেন।
আগামী ১৩ সেপ্টেম্বর এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ফলাফল ঘোষিত হবে ১৬ সেপ্টেম্বর।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুই কেন্দ্রেই কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে এ দুই তারকাকে। কারণ ২০১১ সালে সিপিএম’র জয় পাওয়া বসিরহাট (দক্ষিণ) কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে বেশ কিছুটা ভোট বাড়িয়েছে বিজেপি।
এদিকে উত্তর কলকাতার চৌরঙ্গী কেন্দ্রে তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে লড়তে হবে চতুর্মুখী লড়াই। তার বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে কংগ্রেস, বিজেপি ও সিপিএম। বাকি দলগুলো এখনও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪