ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে চলছে কোজাগরি লক্ষ্মীপূজোর আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৪
পশ্চিমবঙ্গে চলছে কোজাগরি লক্ষ্মীপূজোর আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: মঙ্গলবার কোজাগরি লক্ষ্মীপূজো। ‌ পশ্চিমবঙ্গের বেশিরভাগ গৃহস্থের বাড়িতে লক্ষ্মীপূজোর তোড়জোড় শুরু হয়ে গেছে।

শাঁখ বাজিয়ে, ধূপ-ধুনো দিয়ে দেবী  লক্ষ্মীকে বরণ করে ঘরে তোলার পালা। ‌

যদিও ফলমূল আর সবজির দাম আকাশ-ছোঁয়া, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এবার প্রতিমা দামও; ফলে সাধ আর সাধ্যের মধ্যে তাল মেলাতে গিয়ে ওষ্ঠাগত বাঙালি। শুধু কলকাতা মহানগর নয়, চড়া বাজার দরে নাভিশ্বাস উঠছে গোটা রাজ্যেই।

বাড়িতে পূজার আয়োজন করেছেন এমন মানুষদের বক্তব্য, সাধারণ মানুষের আয়ত্বের বাইরে চলে গেছে বাজার দর।

লক্ষ্মীপূজোতে বেশিরভাগ বাড়িতে ভোগের আয়োজন করা হয়। আত্মীয়-স্বজন, পাড়া- প্রতিবেশীদের নিয়ে একসঙ্গে খিচুড়ি, চচ্চড়ি, আলুর দম, পায়েস খাওয়ার আনন্দে মাততে চান প্রায় সকলেই। কিন্তু এবার বাদ সেধেছে পকেট।

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা অনেকের মধ্যে লক্ষ্মীপূজো উপলক্ষে জোড়া ইলিশের চল আছে। এখনও অনেক বাড়িতে সিঁদুর পরিয়ে ইলিশের বিয়ে দেবার প্রথা মানা হয়। কিন্তু মাছের বাজারে গিয়েও মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার অবস্থা।

বিক্রেতাদের কথা, এখানে তাদের কিছুই করার নেই। ‌ তাদের কিনতে হচ্ছে চড়া দামে। ‌ শুধু ফল বা সবজি নয়, ফুলের বাজারেও আগুন।

তাই দেবী লক্ষ্মীর কাছে পশ্চিমবঙ্গের মানুষের এবার প্রার্থনা, যেন আগামী দিনে জিনিষপত্রের দাম কিছুটা কম হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ৭ অক্টোবর , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।