কলকাতা: পশ্চিমবঙ্গের মালদা জেলায় ৬০-৬৫ টি ‘ক্রুড বোমা’র সন্ধান পাওয়া গেছে। সাধারণ বোমার চেয়ে বোমাগুলো বিশেষ ধরনের।
শুক্রবার সকালে (১৭ অক্টোবর) মালদা জেলার একটি মাঠ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
বর্ধমান বিস্ফোরণের সঙ্গে মালদা জেলায় পাওয়া বোমাগুলোর সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বর্ধমানের বাদশাহি রোডের বাড়ি থেকে উদ্ধার হওয়া ৪০টি হ্যান্ড গ্রেনেড, ২৫ ব্যাগ বিস্ফোরক, ৫টি সকেট বোমা নষ্ট করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪
** মালদায় বিস্ফোরণের ঘটনায় আটক তিন