ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তসলিমাকে নিয়ে নির্মিত সিনেমার প্রথম প্রদর্শনী মুম্বাইয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪
তসলিমাকে নিয়ে নির্মিত সিনেমার প্রথম প্রদর্শনী মুম্বাইয়ে তসলিমা নাসরিন

কলকাতা: বাংলাদেশের সমালোচিত লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে হয়েছে।

কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘নির্বাসিত’ নামের এই সিনেমায় এই আলোচিত-সমালোচিত লেখিকার জীবনের নানা দিক তুলে ধরা হয়।

সিনেমায় কলকাতায় তার ফেলে যাওয়া একমাত্র পোষ্য বিড়ালটিও গুরুত্ব পেয়েছে।

ছবিটিতে তসলিমা নাসরিনের চরিত্রে অভিনয় করেছনে চুর্নি গঙ্গোপাধ্যায়। এছাড়া, অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, বিপ্লব চট্টোপাধ্যায়, রাইমা সেন, চিরঞ্জিত চক্রবর্তী এবং কৌশিক গাঙ্গুলি।

যদিও কলকাতায় এখনও ছবিটির মুক্তির দিন জানা যায়নি। তবে এই সিনেমা নিয়ে ইতোমধ্যেই যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, ২০০৭ সালে প্রবল বিক্ষোভের মুখে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তসলিমা। এখন দেখার বিষয় তাকে নিয়ে তৈরি হওয়া ছবি কলকাতার দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলতে পারে।

চলচ্চিত্রের ট্রেইলার

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা,  অক্টোবর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।