ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পূজায় পটকা ও শব্দ দূষণ রোধে ‘ড্রোন’ ব্যবহার করবে কলকাতা পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
পূজায় পটকা ও শব্দ দূষণ রোধে ‘ড্রোন’ ব্যবহার করবে কলকাতা পুলিশ

কলকাতা: কালীপূজাকে কেন্দ্র করে এবার আগে থেকেই পটকা ও শব্দ দূষণ রোধে তৎপর পুলিশ। পাশাপাশি পূজার দীপাবলির রাতে নিরাপত্তা আরো জোরদার করতে কলকাতা পুলিশের পক্ষে নজরদারি চালাবে ‘ড্রোন’।



এরআগে, দুর্গা পূজাতে ড্রনের ব্যবহারের পর এবার কালীপূজাতেও ড্রোনের ওপরই ভরসা করছে কলকাতা পুলিশ।

এদিকে, কালীপূজার আগে থেকেই শহরের বিভিন্ন এলাকায় শব্দ-বাজির খবর পাওয়া যাচ্ছে। ‌ শুরু হয়েছে ধরপাকড়ও। ৯০ ডেসিবলের বেশি শব্দ হয় এমন পটকা ফাটানোর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

শব্দ-বাজির দাপট রুখতে বিশেষ দল তৈরি করেছে কলকাতা পুলিশ। শহরের বিভিন্ন প্রান্তে করা হয়েছে নজরদারির ব্যবস্থা। গোয়েন্দা পুলিশসহ সাদা পোশাকে থাকছে নারী পুলিশও। ‌ লাগানো হয়েছে অতিরিক্ত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। ‌

দমকল বিভাগের পক্ষে পূজা উদ্যোক্তাদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিবেশ রক্ষার জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্মকর্তারাও প্রচার শুরু করেছে। এরইমধ্যে বেশ কিছু  অভিযোগও জমা পড়ছে বলে খবর পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।