ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গের মালদা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় রুপি উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রুপি উদ্ধার করা হয়।



বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়, রোববার মালদা জেলার শাসনী এলাকায় কাঁটাতারের বেঁড়ার কাছে ভারতীয় দিকে ১৪ লাখ ৯০ হাজার রুপি উদ্ধার হয়। তবে কে বা কারা এসব রুপি রেখে গেছে তা জানা যায়নি।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও বিএসএফ-এর কর্মকর্তারা জানান।

সূত্র জানায়, চলতি বছর এ পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ ১৮ হাজার ৫শ’ রুপি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।