ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উপাচার্যের পদত্যাগ দাবিতে গণভোট কলকাতায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
উপাচার্যের পদত্যাগ দাবিতে গণভোট কলকাতায়

কলকাতা: পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর পদত্যাগ দাবিতে গণভোট শুরু হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ও শুক্রবার (৩১ অক্টোবর) দু’দিন ধরে চলবে এ গণভোট।



এ গণভোটের মাধ্যমে উপাচার্যের পদত্যাগ দাবিতে মতামত চাওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ কেন্দ্র করে চলা আন্দোলনে বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশের শক্তি প্রদর্শন নিয়ে উত্তাল হয়ে উঠেছিলো যাদবপুর বিশ্ববিদ্যালয়।

‘হোক কলরব’ নাম নিয়ে এ আন্দোলন ছড়িয়ে পড়েছিল ভারতের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও। প্রভাব পড়েছিলো ভারতের বাইরে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের উপরও।

শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবি করলে রাজ্য সরকারের পক্ষে উপাচার্যকে স্থায়ী করা হয়। এর প্রতিবাদেই এই গণভোট।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।