ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কুণালের আত্মহত্যা চেষ্টা নিয়ে বিজেপির প্রশ্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
কুণালের আত্মহত্যা চেষ্টা নিয়ে বিজেপির প্রশ্ন

কলকাতা: সারদা কাণ্ডে অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল সংসদ সদস্য কুণাল ঘোষের আত্মহত্যা চেষ্টা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। পশ্চিমবঙ্গে দলটির ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থ নাথ সিং এ ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলছেন।



শুক্রবার ভোর রাতে কলকাতা প্রেসিডেন্সি জেলের ভিতর কুণাল ঘোষকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তার কারাকক্ষ থেকে কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি ও ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লেখা দু’টি চিঠি পাওয়া গেছে। এর আগেই আত্মহত্যার হুমকি দিয়েছিলেন তিনি।

ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করছে কীভাবে বিভিন্ন স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে কুণাল ঘোষের মতো একজন অতি গুরুত্বপূর্ণ বন্দির কারাকক্ষে ৫৮টি ঘুমের ওষুধ পৌঁছালো?

হাসপাতাল সূত্রে জানা যায়, আগামী ৭২ ঘণ্টা কুণাল ঘোষকে পর্যবেক্ষণে রাখার পরেই তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু মন্তব্য করা  যাবে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।