ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ধমান বিস্ফোরণ

ভারতে ভিসার কড়াকড়ি, সমস্যায় বাংলাদেশের নাট্যদলগুলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
ভারতে ভিসার কড়াকড়ি, সমস্যায় বাংলাদেশের নাট্যদলগুলো

কলকাতা: বর্ধমান বিস্ফোরণের জেরে বাধাগ্রস্ত হলো দুই বাংলার নাটকের দল নিয়ে নাট্য উৎসবও। এ ঘটনার পর আয়োজিত ‘গঙ্গা-যমুনা নাট্য উৎসবে’ ভিসার কড়াকড়ির জন্য উপস্থিত হতে পারেনি বাংলাদেশের বেশ কয়েকটি বড় বড় নাট্যদল।



বর্ধমান লোক সাংস্কৃতিক মঞ্চে এই নাট্য উৎসব গত ৮-১২ নভেম্বর অনুষ্ঠিত হয়।

নাট্য উৎসবের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভিসার সমস্যার জন্য শুধুমাত্র ‘ঢাকা পদাতিক’ নামের একটি নাট্য দলছাড়া বাংলাদেশের আর কোনো নাটকের দল এ উৎসবে যোগ দিতে পারেনি।

১৭ বছরে পা দেওয়া এই নাট্য উৎসবের সংগঠকরা বাংলানিউজকে জানান, প্রতিবছর বাংলাদেশের বেশ কয়েকটি নাটকের দল এই উৎসবে যোগ দেয়। কিন্তু বহু প্রচেষ্টার পরও এবার তাদের অনেকেই ভিসা না পাওয়ায় উৎসবে যোগ দিতে পারেননি।

এ নিয়ে যথেষ্ট হতাশা বিরাজ করছে দুই দেশের নাট্যকর্মী ও আয়োজকদের মাঝে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।