ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আসাম : রাজ্যে ফিরেই প্রচারে অসুস্থ মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১১
আসাম : রাজ্যে ফিরেই প্রচারে অসুস্থ মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

কলকাতা: অসুস্থতার জন্য কয়েকদিন রাজনীতির বাইরে ছিলেন আসামের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা তরুণ গগৈ। সুস্থ হয়েই আজ শনিবার থেকে নির্বাচনী প্রচারে নামছেন তিনি।



আসাম কংগ্রেস সূত্রে জানা গেছে, ‘ এতদিন মুখ্যমন্ত্রীর অসুস্থতার কারণে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাই  স্টার ক্যাম্পেনার হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচরনা চালাচ্ছিলেন।

সুস্থ হয়ে গতকালই রাজ্যে ফিরেছেন গগৈ। আজ থেকেই তিনি নির্বাচনী প্রচারে নেমে পড়বেন। ’

সূত্রটি আরও জানাচ্ছে, শনিবার বিকেলে গৌহাটি শহরে রাজ্য কংগ্রেসের কার্যালয় রাজীব ভবনে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার আনুষ্ঠানিকভাবে তার প্রকাশ করার কথা।

জানা গেছে, তার শারীরিক অসুস্থতার দিকে নজর দিয়ে প্রচার কর্মসূচি তৈরি করছে রাজ্য কংগ্রেস।

প্রথম দফার নির্বাচনে তেজপুর, বিহালি, ডিব্রুগড় ও গহপুরে তিনি প্রচারে যাবেন।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মার্চ  ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।