ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীকে সি বি আই’র তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৪, নভেম্বর ১৯, ২০১৪
পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীকে সি বি আই’র তলব

কলকাতা: পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্র এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসুকে সারদা আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তলব করল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সি বি আই।

আগামী শুক্রবার (২১ নভেম্বর) তাদের সি বি আই-এর কলকাতা দপ্তরে হাজির হতে বলা হয়েছে বলে জানা গেছে।



মদন মিত্র তৃণমূল কগ্রেসের অন্যতম প্রধান নেতা এবং রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী। যদিও মদন মিত্র এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। তিনি জানিয়েছেন তিনি অসুস্থ।

অন্যদিকে সৃঞ্জয় বসু জানিয়েছেন তিনি এখনও এই বিষয়ে কিছু জানেন না।

সি বি আই সূত্রে জানা গেছে,  প্রমাণ সংগ্রহের পরেই এই দুই মোতাবেক তলব করল সি বি আই।

এই খবর প্রকাশিত হবার পরেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য পড়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।