ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কেরালায় বাম-বিজেপির গোপন রফার অভিযোগ কংগ্রেসের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

কলকাতা: ভারতের দক্ষিণের রাজ্য কেরালা বিধানসভা নির্বাচনে শাসকদল সিপিএমের সঙ্গে বিজেপির গোপন রফার অভিযোগ করেছে কংগ্রেস।

কংগ্রেসের অভিযোগ, ‘মালামপুঝা বিধানসভা কেন্দ্রে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রবীণ সিপিএম নেতা ভি এস অচ্যুতানন্দনের বিরুদ্ধে প্রার্থী দেয়নি বিজেপি।

এই বিধানসভা কেন্দ্রে গত লোকসভায় প্রায় ৯ হাজার ভোট পেয়েছিল তারা। এছাড়াও পুরসভার বেশ কয়েকটি ওর্য়াড ও এই কেন্দ্রের কয়েকটি পঞ্চায়েত বিজেপির দখলে। ’

কংগ্রেসের পক্ষ থেকে এবার মালামপুঝায় প্রার্থী রাজ্য কংগ্রেসের নেতা ওমেন চন্ডি। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসাবে তাকেই এবার প্রজেক্ট করছে কংগ্রেস। ওই বিদানসভা কেন্দ্রে লালের সঙ্গে গেরুয়ার অভিনব সমঝোতায় বেজায় চটেছে কংগ্রেস।

প্রথমে না চাইলেও পরে দলের নিচুতলার কর্মীদের চাপে মুখ্যমন্ত্রীকে প্রার্থী করতে বাধ্য হয়ে কেরলে এখন ভি এস অচ্যুতানন্দনকে জেতাতে এখন মরিয়া সিপিএম।

যাদের বিরুদ্ধে এতো অভিযোগ ওই বিজেপি কিন্তু বলেছে, তাদের এনডিএ জোটের শরিক সংযুক্ত জনতা দলকে তারা আসনটি ছেড়ে দিয়েছে। সিপিএমকে তারা মোটেই কোনো সুবিধা করে দিচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।