ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ধমান ঘটনায় আটকদের বাংলাদেশি গোয়েন্দাদের জেরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
বর্ধমান ঘটনায় আটকদের বাংলাদেশি গোয়েন্দাদের জেরা ছবি: সংগৃহীত

কলকাতা: বর্ধমান বিস্ফোরণ ঘটনায় গ্রেফতার হওয়াদের দ্বিতীয় দফায় জেরা করেছেন কলকাতায় আসা বাংলাদেশের গোয়েন্দা দল। কলকাতার সল্টলেকে সিআরপিএফ ক্যাম্পে এনআইএ’র অস্থায়ী দফতরে এ জেরা করা হয়।



গোয়েন্দা প্রতিনিধিদলে আছেন এনএসআই’র ডিরেক্টর কর্নেল আবু হেনা মুস্তফা কামাল। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, ৠাব’র গোয়েন্দা শাখার পরিচালক কর্নেল আবুল কালাম আজাদ, ডিজিএফআই মেজর আতিকুর রহমান ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি আব্দুল আজিজ।

গ্রেফতার সাজিদ ছাড়াও আমিনা এবং রাজিয়াকেও জেরা করেছেন গোয়েন্দারা।

সূত্রের খবর, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভারতে এসেই জেরা শুরু করেন বাংলাদেশের গোয়েন্দারা। বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ১২টা পর্যন্ত জঙ্গিদের জেরা করেন গোয়েন্দারা। এ সময় তারা এনআইএ’র কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন।

বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে জামা-আতুল মুজাহিদিন’র (জেএমবি) যোগ খতিয়ে দেখতেই পশ্চিমবঙ্গে হাজির হয়েছেন বাংলাদেশের গোয়েন্দার।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।