ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘মমতা শাহবাগ নাকি রাজাকারদের পক্ষে?’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
‘মমতা শাহবাগ নাকি রাজাকারদের পক্ষে?’

কলকাতা: পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য আহমেদ হাসান ইমরানের জামায়াতযোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।

তিনি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক রাজনৈতিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, নিষিদ্ধ মৌলবাদী সংগঠন ‘সিমি’ এর প্রতিষ্ঠাতা সদস্য জানা সত্ত্বেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় আহমেদ হাসান ইমরানকে রাজ্যসভার সদস্য করে পাঠালেন?

তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীকে জানাতে হবে, তিনি রাজাকারদের সমর্থক নাকি শাহবাগ আন্দোলনের সমর্থক।



বৃহস্পতিবার বিধানসভা চলাকালীন সূর্যকান্ত মিশ্র মুখ্যমন্ত্রীর উদ্দেশে ১০টি প্রশ্ন করে তার উত্তর দাবি করেন। এগুলোর বেশিরভাগই ছিল সারদাকাণ্ড ও বর্ধমান বিস্ফোরণকাণ্ড নিয়ে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ২৮ নভেম্বর , ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।