ঢাকা, বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের বর্ধমানে তিন বাংলাদেশি নারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
পশ্চিমবঙ্গের বর্ধমানে তিন বাংলাদেশি নারী আটক

কলকাতা: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বাংলাদেশের পাসপোর্ট, পশ্চিমবঙ্গের ভোটার কার্ড ও ঝাড়খণ্ডের আধার কার্ডসহ সন্দেহভাজন তিন নারীকে আটক করেছে পুলিশ।

আটক তিন নারী হলেন-  তসলিমা বেগম, উর্মি বিবি ও সাহানা।

রোববার (৩০ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়। আটক তিনজন বাংলাদেশের নাগরিক বলে মনে করছে পুলিশ।

গতিবিধি সন্দেহজনক হওয়ায় রোববার রাতে পুলিশ তাদের গ্রেফতার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, তারা পাচারচক্রের সঙ্গে জড়িত।

খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে কোনোভাবে জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ঝাড়খণ্ডের দুই বাসিন্দা বর্ধমান শহরের সিংহদরজায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তাদের বাড়িতেই ওই তিন নারী ওঠেন। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটক করে পুলিশ। বিষয়টির তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।