ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আরো ১৩ জঙ্গি দম্পতির খোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
আরো ১৩ জঙ্গি দম্পতির খোঁজ ডা. শাহানুর আলম

কলকাতাঃ আসাম থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি চিকিৎসক শাহানুর আলমকে জেরা করে গোয়েন্দারা আরও ১৩ জঙ্গি দম্পতির খোঁজ পেয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতের বাংলা দৈনিক আজকাল।

দৈনিক আনন্দবাজার লিখেছে, জঙ্গিদের লক্ষ্য ছিল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখ‍ার্জির দিদির উপর হামলা।



ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলার ছক কষেছিল জঙ্গিরা।

ইংরেজি দৈনিক দ্যা টেলিগ্রাফ জানাচ্ছে, বাংলাদেশে পালাতে চেষ্টা করেছিলেন শাহানুর আলম।

বর্ধমান বিস্ফোরণে জড়িত অভিযোগে বিধাননগর পুলিশের হাতে ধরা পড়া সাজিদ শেখকে হেফাজতে নিয়ে জেরা করার পর শাহনুর সম্পর্কে অনেক তথ্য পায় এনআইএ। জাতীয় তদন্ত সংস্থাটির দেওয়া সেই তথ্যের ভিত্তিতেই শেষ পর্যন্ত অ‍াসাম পুলিশ নলবাড়ি জেলা থেকে তাকে গ্রেপ্তার করে।

তাকে জেরা করে যে তথ্য পাওয়া গেছে তাতে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে বলে স্বীকার করেছেন আসাম পুলিশের ডিজি খগেন শর্মা।

শাহানুর আলম জানিয়েছে, আসামের অন্তত ৫০ জন জেএমবিতে নাম লিখিয়েছিল। এখন আরও ১০ জন জামায়াত কর্মী পশ্চিমবঙ্গ লাগোয়া রাজ্যটিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ থেকে আসা জেএমবি কর্মী ও নেতারা আসামের ওই তিন জেলায় তরুণীদের বিয়ে করে বসবাস শুরু করেছিল। এতে তাদের প্রতি সন্দেহের অবকাশ থাকবে না বলেই এই বৈবাহিক সম্পর্কের আড়াল নেওয়া বলে শাহনুর আলমের কাছ থেকে জানতে পেরেছে আসাম পুলিশ।

আসামে ধরা পড়া শাহনুরের স্ত্রী সুজেনা বেগমও জেএমবির নেতৃস্থানীয় বলে তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

যদিও শাহানুর আলম এবং সুজেনা- দু’জনই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে শনিবার দাবি করেন শাহনুর আলমের বাবা।

যদিও অসমের ডিজি খগেন শর্মা সেই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।