ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছিটমহলে বিজেপির সভা বয়কটের ডাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
ছিটমহলে বিজেপির সভা বয়কটের ডাক

কলকাতা: ভারতের কোচবিহারে আগামী ১১ ডিসেম্বর বিজেপি’র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি রাহুল সিনহার রাজনৈতিক সভা বয়কটের ডাক দিয়েছে ‘ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি’।

সোমবার (০৮ ডিসেম্বর) ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি সূত্র এ তথ্য জানিয়েছে।



সংগঠনসূত্র জানায়, ছিটমহলবাসীরা কোনো ধরনের রাজনৈতিক সভায় অংশ নেবে না বলে এ সভা বয়কটের ডাক দেওয়া হয়েছে।

ছিটমহলবাসীদের নিয়ে রাজনীতি করার উদ্দেশ্যে বিজেপি এ সভার আয়োজন করছে বলে অভিযোগ সংগঠনটির।

সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ অঞ্চলে সভা করেছিলেন। সভায় ছিটমহলবাসীদের একাংশ যোগদানও করেছিলেন বলে জানা যায়।

তবে ছিটমহল বিনিময়ে বিজেপি সরকারের উদ্যোগ সম্পর্কে বার্তা দিতেই এ সভা বলে মনে করছে রাজনৈতিক মহল।

এ প্রসঙ্গে রাহুল সিনহা কোনো মন্তব্য করেননি ।


বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।