ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতীয় জেলেদের ছাড়িয়ে নেবেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
ভারতীয় জেলেদের ছাড়িয়ে নেবেন মমতা মমতা বন্দোপাধ্যায়

ঢাকা: পশ্চিমবঙ্গের যেসব জেলে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশের দায়ে আটক রয়েছেন, তাদের শিগগিরই ছাড়িয়ে আনার আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

গত সোমবার (০৮ ডিসেম্বর) সুন্দরবনের ওই অংশে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ আশ্বাস দেন।

 

সাংবাদিকদের মমতা বলেন, আটক জেলেদের দ্রুত মুক্তির বিষয়টি নিশ্চিতে আমি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। সমুদ্র সীমানা সংক্রান্ত নতুন পরিবর্তন নিয়ে জেলেরা অবগত না থাকায় এমনটি হয়েছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

এদিকে, অবৈধভ‍াবে ভারতের জলসীমায় প্রবেশের দায়ে বাংলাদেশি দুই ট্রলারসহ পাঁচ জেলেকে আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। পুলিশের ঊর্ধ্বতন কর্মকতার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।